Header Ads

Header ADS

কুরান কি আল্লা ছাড়া অন্য কেউ রচনা করতে পারেনা ?

কুরান কি আল্লা ছাড়া অন্য কেউ রচনা করতে পারেনা ?


Image result for pic of prophet muhammad


وَمَا كَانَ هَـذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللّهِ وَلَـكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ الْكِتَابِ لاَ رَيْبَ فِيهِ مِن رَّبِّ الْعَالَمِينَ
আর কোরআন সে জিনিস নয় যে, আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে। অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোন সন্দেহ নেই-তোমার বিশ্বপালনকর্তার পক্ষ থেকে। [ সুরা ইউনুস ১০:৩৭ ]
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُواْ بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُواْ مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللّهِ إِن كُنتُمْ صَادِقِينَ
মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। [ সুরা ইউনুস ১০:৩৮ ]

প্রত্যেকটি মুমিন মুসলমানেই বিশ্বাস করে যে কুরান হচ্ছে এক ঐশ্বরিক কিতাব যা আল্লার পক্ষ থেকে জীব্রাইলের মাধ্যমে মুহাম্মদের উপরে দীর্ঘ ২৩ বছর ধরে নাজিল হয় ।

আর এই কুরান আল্লা তায়ালা ব্যতীত অন্য কারো পক্ষে রচনা করা সম্ভব নয় ।কেননা এ কথা আল্লায় নিজেই কুরানে বলে দিয়েছে ।সুতরাং কুরানকে মানতে হলে এটা প্রত্যেক মুমিন মুসলমানকে বিশ্বাস করতেই হবে ।
কেননা কুরানে আল্লা চ্যালেঞ্জ করে বলেছেন যদি এই কুরান কোন মানুষের পক্ষ থেকে হতো তবে এতে নানা বৈপিরত্য দেখতে পেত।
অথচ অধিকাংশ মুমি মুসলমানেই জানেনা বা কখনোই পড়ার সময় আগে পিছে ভেবে দেখেনা যে এতে কি বৈপিরত্য আছে কি নেই?
সবাই বিশ্বাস করে যে এতে কোন বৈপিরত্য নেই ।থাকলে কি কেউ এভাবে চ্যালেঞ্জ করে বলার সাহশ রাখে ?
মুলত এই আত্ম বিশ্বাস এবং চ্যালেঞ্জের ভয়েই সবাই সেটা ভয়ে মেনে নেয়।
যাহোক, কুরানে বৈপিরত্যের কোন অভাব নেই , সেটা আমিও আজ চ্যালেঞ্জ করে গেলাম।
প্রমানঃ https://imranshakh.blogspot.com/2019/10/blog-post_29.html

তাছাড়া আরো বড় যে ভয়ে বিশ্বাস করে নেয় সেটা হলো কুরানের মত করে কেউ কোন সুরা তো দুরের কথা একটা আয়াতও বানাতে পারবেনা , এবং তাদের দাবী আজ পর্যন্ত কেউই এই চ্যালেঞ্জ খণ্ডায়ন করতে পারেনি>
অথচ দেখুন আমি কয়টা সুরা রচনা করে দেখিয়েছি কুরানের মত করে ।
https://imranshakh.blogspot.com/2020/02/blog-post_73.html  )

উপরোক্ত বিষয় ছাড়াও যে আরো একটি মেজর কারন রয়েছে তাদের এহেন ভাবনার তা হচ্ছে মূলত মুহাম্মদে ছিল অশিক্ষিত মুর্খ।তারপক্ষে কিভাবে এতবড় এবং এরকম কুরান রচনা করা সম্ভব?
অথচ তারা নিজেরাই আল্লার এই চ্যালেঞ্জকে বাচাতে গিয়ে হাদিস অমান্য এবং অবিশ্বাস করে তাদের নবীকে হেয় করে অশিক্ষিত এবং মুর্খ বলে মেনে নিচ্ছে ।কিন্তু আদতে মুহাম্মদে মুর্খ ছিলেননা।এটা নিয়েও আমার একটা লেখা আছে ,দেখে নিনঃ(  https://imranshakh.blogspot.com/2020/02/blog-post_81.html )

যাহোক, আমি আজকের এই লেখায় যদি তাদের এই মেজর দাবীটিকে মেনেও নিই মুহাম্মদে একজন নিরক্ষর মুর্খ অশিক্ষিত ব্যাক্তি ছিলেন তারপরেও দেখবো কোন নিরক্ষর লোক হলেও কি তার দ্বারা কোন কিতাব রচনা করা সম্ভব কিনা ?

কোন অশিক্ষিত লোকের পক্ষে লেখা সম্ভব নয় কিন্তু কোন বিষয় দেখে সেটা নিয়ে কোন বর্ননা তৈরি করা বা কোন কিছু রচনা করার জন্য লেখাপড়ার প্রয়োজন নেই ।মুহাম্মদ অশিক্ষিত ছিল , কিন্তু মুর্খ কিংবা মানষিক বিকারগ্রস্থ ছিলনা ।
কেননা অশিক্ষিত কিংবা লেখাপড়া না জানলেই যে কোন কিছু জানা যায়না বা বুঝা যায়না সেটা আপনাকে কে বলেছে ?
জ্ঞান হচ্ছে লোহার মত । সেটাকে যত বেশী ধার দেওয়া যায় সে তত বেশি ধারালো হয়ে উঠে ।
শুধু মাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে হয়তো অক্ষর জ্ঞান অর্জন করা যায় কিন্তু পরিবেশ ,সামাজিক ,প্রাকৃতিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে পরিবেশ ,সমাজ,প্রকৃতি, রাজনীতি এসবের মাঝে প্রবেশ করতে হয় ।
এসব বিষয় নিয়ে ভাবলে যে কেউ ই এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে ।
তাই কেউ অশিক্ষিত বা লেখাপড়া না জানলে যে সে কিছুই করতে পারবেনা সেটা কে বললো আপনাকে ?
কুরানের মধ্যে যা আছে তা প্রতিটি বিষয়ে খুবই সাধারন এবং প্রাথমিক পর্যায়ের কথা বলা হয়েছে যেগুলির অধিকাংশই যে কেউ একটূ নিরিবিলি পরিবেশে বসে প্রকৃতির দিকে তাকিয়ে দেখলেই সেসব বিষয়ে বলতে পারে ।
#আপনি যদি কুরানের ঐসমস্ত সস্তা ও বস্তা পচা জ্ঞান দেখে আবেগে আপ্লুত হয়ে বিশ্বাস করেন যে নিশ্চয় এসব কথা বা জ্ঞান তাকে সরাসরি সৃষ্টিকর্তা দিয়েছে,তাহলে লালনের গানের প্রতিভা দেখে কি বলবেন? যেকিনা ছিল সম্পূর্ন নিরক্ষর । অথচ সে প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করে গেছে ।
#নজ্রুলের লেখা দেখেও নিশ্চয় বলবেন যে সে কোনভাবেই এসব লেখা লিখতে পারেনা ।নিশ্চয় স্রস্টা তার কানে কানে এসব কথা বলে দিছে বলেই সে লিখতে পারছে ।
#রবীন্দ্রনাথের লেখা দেখে কি বলবেন ? তাকেও জীব্রাইলের মাধ্যমে এসব আল্লা পাঠিয়েছিল বলেই সে এসব লিখতে পারছে ,তাইনা ?
#তাছাড়া আলেকজান্ডার ,কোপার্নিকাস,প্লেটো ,গ্যালিলিও ,নিউটন ,হকিংস, ইবনেসিনা , এরা যে সমস্ত তথ্য ও তত্ব দিয়ে গেছে তা তো কোনভাবেই কোন মানুষের পক্ষে সম্ভব নয় তাইতো ?তাদেরকে তাদের স্রস্টা দূত মারফত এসব কানে কানে বলে দিছে বলেই তারা এসব বলতে পারছে বা করতে পারছে ,তাইনা ?
#মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটসের লেখাপড়া কতটুকু ? সে কেম্নে করলো ?
#তাছাড়া যারা এই আধুনিক যন্ত্রপাতি ,মেশিন ,রেল্গাড়ী ,বাস ট্রাক ,মোটরজান ,বিদ্যুৎ, ইত্যাদি ইত্যদি আবিস্কার করেছে , আবিস্কার করেছে নানান ধরনের রোগ বালাইয়ের চিকিতসা ,তারা সেগুলি কিভাবে করেছে ? নিশ্চয় তাদের স্রস্টা তাদের কাছে দূত পাঠিয়েছে? তাইনা ?
#ইংরেজী মহাকবি হোমারের কথা শুনেছেন ? যেকিনা জন্ম গত ভাবেই অন্ধ ছিল । জন্মগতভাবে অন্ধ হয়ে , পৃথিবীর আলো না দেখেই ,পৃথিবীর রুপ বৈচিত্র না দেখেই , পৃথিবীর মানুষগুলিকে না দেখেই দুটি মহাকাব্য রচনা করেছেন শুধুমাত্র মনের রঙ তুলি দিয়ে অঙ্কন করে । সে কিভাবে দুটি মহাকাব্য রচনা করলো জন্মগতভাবে অন্ধ হয়েও ?? নিশ্চয় আল্লা তার কাছে জীব্রাইলকে পাঠিয়েছিল ,তাইতো ? তা নাহলে কিভাবে সে দুটি মহাকাব্য রচনা করলো ?
# ব্রাম্মনবাড়িয়ায় একটা পরিবার আছে যাদের পরিবারের পাচটি সদস্যই জন্মগতভাবে অন্ধ ।অথচ তারা পাচজনে একটা সঙ্গীতের দল তৈরি করে নিজেরাই গান রচনা করে , নিজেরাই সুর করে মানুষদের শোনায়।ইত্যাদির একটা এপিসোডে তাদেরকে দেখানো হয়েছিল।সেটা কেম্নে ?? নিশ্চয় এদেরকে আল্লায় জীব্রাইলের মাধ্যমে এসব বলায় ,তাইতো ?? তাহলে তো এদের প্রত্যেকেই একটা করে নবী , এদের সবার কিতাবের বা সৃষ্টির উপর ঈমান আনবেন, তাইনা?
আরো বলবো ? নাকি এতেই মাথার ভুত নামবে ?
এতেও যদি আপনার মাথার ভুত না নামে তাহলে কুরানের যে সকল বৈশিষ্টের কারনে বুঝতে পারবেন যে, কুরান কোন ঐশ্বরিক কিতাব হতে পারেনা,তাহলোঃ
১. কুরানে আল্লার স্ববিরোধী কথাবার্তার কারনেঃ 
https://imranshakh.blogspot.com/2020/02/blog-post_28.html
২. কুরানে বৈপিরত্যর কারনেঃ https://imranshakh.blogspot.com/2019/10/blog-post_29.html
৩. আল্লা নিজেই জানেনা সে আসলে কি সাকার নাকি আকারঃhttps://imranshakh.blogspot.com/2020/02/blog-post_7.html
৪.আল্লা কারো অমুখাপেক্ষী নয় বরং মুখাপেক্ষীঃhttps://imranshakh.blogspot.com/2020/02/blog-post_82.html
৫.কুরানের মত করে সুরা বানানো যায়ঃ https://imranshakh.blogspot.com/2020/02/blog-post_73.html
৬.কুরানের বক্রতাঃhttps://imranshakh.blogspot.com/2020/02/blog-post_13.html
৭.কুরান কোন ওইশ্বরিক কিতাব নয়ঃ https://imranshakh.blogspot.com/2020/02/blog-post_58.html
৮.মিরাজ একটি ঐতিহাসিক মিথ্যাঃhttps://imranshakh.blogspot.com/2020/01/blog-post_25.html
৯.মুহাম্মদে অশিক্ষিত ছিলনাঃ https://imranshakh.blogspot.com/2020/02/blog-post_81.html
১০.আদম হাওয়ার গল্প মিথ্যাঃ https://imranshakh.blogspot.com/2020/01/blog-post.html






















No comments

Powered by Blogger.