শরীয়া আইন কাকে বলে? বাংলাদেশে কি শরীয়া আইনের প্রতিষ্ঠা করা সম্ভব ?
শরীয়া আইন কাকে বলে?
বাংলাদেশে কি শরীয়া আইনের প্রতিষ্ঠা করা সম্ভব ?
শরীয়া আইন হচ্ছে কুরানে কখনো কখনো কোন এক বিষয়ে সাত বা আট প্রকারের মতবাদ পাওয়া যায় ।
উক্ত সাত বা আট প্রকারের মতবাদের মধ্যে থেকে মুসলিম শাসকগন যখন একটিকে সঠিক বলে আইন হিসাবে গন্য করে ,বাকি মতবাদ্গুলিকে ছিন্ন বা ত্যাগ করে, সেটা সমাজ বা রাস্ট্রে প্রয়োগ করে তখন সেটাকে শরীয়া আইন বলে ।
- ডঃহাশিম কামালী।
প্রিন্সিপাল অব ইসলামিক জুরিসপ্রুডেন্স,
পৃষ্ঠা-৩১
উক্ত সাত বা আট প্রকারের মতবাদের মধ্যে থেকে মুসলিম শাসকগন যখন একটিকে সঠিক বলে আইন হিসাবে গন্য করে ,বাকি মতবাদ্গুলিকে ছিন্ন বা ত্যাগ করে, সেটা সমাজ বা রাস্ট্রে প্রয়োগ করে তখন সেটাকে শরীয়া আইন বলে ।
- ডঃহাশিম কামালী।
প্রিন্সিপাল অব ইসলামিক জুরিসপ্রুডেন্স,
পৃষ্ঠা-৩১
আমাদের দেশের অনেককেই দেখি শরীয়া আইনে দেশ চালানোর পক্ষে দাবী তুলে আল্লার আইন বা হুকুম জারী করতে চায়।
শরীয়া আইনের মাধ্যমে পুরোপুরি আল্লার আইনের বাস্তবায়ন হবে ?
- না ,কখনই হবেনা ।
কেননা কুরান হাদীসে একই বিষয়ে নানানরকম মত পার্থক্য রয়েছে ।
আমাদের দেশে শরীয়া আইন চালু করতে গেলে সেটা কখনই সফল হবেনা ।
কারন আমাদের দেশে এত এত পরিমানে ইসলামি মতের মানুষ রয়েছে যারা নিজেরাই একদল আরেকদলের মতবাদকে সমর্থন করেনা ।
কারন যারযার মতবাদে সে সে বিশ্বাসী ,যার যার বিশ্বাসের পক্ষে তাদের প্রত্যেকের কাছেই শক্ত প্রমানাদি ( কুরান হাদীস থেকেই) রয়েছে।
ফলে , কেউ ই কাউকে মিথ্যা বলে প্রমান করতে পারছেনা ।
কারোর মতবাদকেই হেয় করতে পারছেনা ।আর এসবের মূল সমস্যা রয়েছে কুরান হাদীসেই ।
স্বয়াং কুরান হাদীসেই একই বিষয়ে নানারকম মত রয়েছে ।রয়েছে নানারকম বৈপিরত্য।
কারোর মতবাদকেই হেয় করতে পারছেনা ।আর এসবের মূল সমস্যা রয়েছে কুরান হাদীসেই ।
স্বয়াং কুরান হাদীসেই একই বিষয়ে নানারকম মত রয়েছে ।রয়েছে নানারকম বৈপিরত্য।
কোনটাকে সত্যভেবে গ্রহন আর কোনটাকে মিথ্যাভেবে বর্জন করবে ?
সবটাই একই ব্যাক্তি এবং একই মাধ্যমে সঙ্কলিত হয়েছে ।
আর তাই সবাই নিজেকে নিজেদের মতবাদের উপরে সত্য ভেবে শক্তপোক্তভাবেই লেগে আছে ।
মাঝখান থেকে ওয়াজের মঞ্চে একজন আরেকজনের নামে মিথ্যাবাদী ,ভণ্ড এটা সেটা বলে কয়েকদফা গালাগালি করে মঞ্চ কাপিয়ে নিচ্ছেন।
ঠিক একইভাবে যদি আমাদের দেশে শরীয়া আইনের বাস্তবায়ন করতে যায় তারা নিজেরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবে।
একদল বলবে এটা ঠিক ,এটাই হবে,
আরেকদল বলবে না ,ওটা ঠিক নয়, এটাই হবে ।
আর কুরান হাদীসে একই বিষয়ে নানাবিধ মতামত এবং মতপার্থক্য থাকার কারনেই আজ বিশ্বের ৫৭টি মুসলিম দেশের কোথাও শরীয়া আইনের বাস্তবায়ন দেখা যায়না ।
অথচ আমাদের দেশের কাঠ মোল্লাসহ অনলাইনের কিছু নাদান মুমিনেরা আমাদের দেশে শরীয়া আইন চেয়ে গলা ফাটিয়ে ফেলছে ।
No comments