ধর্ম এবং কুসংস্কার একই মুদ্রার এপিঠ ওপিঠ
ধর্ম এবং কুসংস্কার একই মুদ্রার এপিঠ ওপিঠ।
মুলত ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধৃ শব্দটি থেকে, যার অর্থ ধারন করা।
অর্থাৎ আমরা প্রতিনিয়ত প্রকৃতি থেকে যেটা ধারন করি সেটাকেই ধর্ম বলে।
সাধারণত কোন জীবই তার ধর্মের বাইরে যেতে পারেনা।ধর্ম হচ্ছে প্রতিটি জীব বা বস্তুরই একটি মৌলিক গুন।যেটাকে সে ভাঙ্গতে বা পরিবর্তন করতে পারেনা।
অর্থাৎ আমরা প্রতিনিয়ত প্রকৃতি থেকে যেটা ধারন করি সেটাকেই ধর্ম বলে।
সাধারণত কোন জীবই তার ধর্মের বাইরে যেতে পারেনা।ধর্ম হচ্ছে প্রতিটি জীব বা বস্তুরই একটি মৌলিক গুন।যেটাকে সে ভাঙ্গতে বা পরিবর্তন করতে পারেনা।
কিন্তু আমাদের চারপাশে প্রচলিত যেসকল ধর্ম রয়েছে তার সঙ্গাটা হচ্ছেঃ যে সমস্ত কল্পিত বিষয়ের কোন যৌক্তিক ব্যাখ্যা করা যায়না, কিংবা যৌক্তিকতার আলোকে ব্যাখ্যা করা গেলেও যার কোন অস্তিত্ব এবং প্রমানাদি পাওয়া যায়না সেটাকে ধর্ম বা কুসংস্কার বলে।
ধর্মের আরেক নাম হচ্ছে কুসংস্কার।
ধর্ম এবং কুসংস্কার হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ।
ধর্ম এবং কুসংস্কার হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ।
No comments