Header Ads

Header ADS

আয়েশার বিয়ের বয়স কত ছিল?

আয়েশার বিয়ের বয়স কত ছিল?

Image result for নবী মুহাম্মদের ছবি


ইসলাম তথা নবী মুহাম্মদকে নিয়ে সবচেয়ে বেশী আলোচনা এবং সমালোচনা যেটা নিয়ে হয়ে থাকে সেটা হচ্ছে নবী মুহাম্মদের ৫৩ বছর বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে নিয়ে ।
নবী মুহাম্মদের এই আয়েশাকে বিয়ে নিয়ে যেমন নাস্তিককুলের খোচানোর শেষ নেই, ঠিক তেমনি নাস্তিকদের খোচা থেকে বাচতেও আস্তিক ধর্মান্ধ মুমিন মুসলমানদেরও ত্যানাবাজির কোন কমতি নেই ।তারা নাস্তিকদের খোচা থেকে বাচতে নানারকম ত্যানাবাজি ,হ্যানত্যান এটা সেটা নিয়ে কুযুক্তিরও ঘাটতি না রাখলেও তারা নাস্তিকদের সাথে কোনক্রমেই পেরে উঠেনা ।কারন একজন নবী হয়ে এরকম একটি ঘৃনিত কাজ করাকে কোনভাবেই কেউ পজেটিভভাবে মেনে নিতে পারেনা ।যদিও সেসব ধর্ম বিশ্বাসীরা নিজেরাও এই কাজটিকে মন থেকে সায় দিতে পারেনা ।তারা নিজেদের সন্তান তথা কোন ,এয়ে কিংবা ভগ্নীকেও ওরকম ৫৩ বছরের কোন বুইড়া বেটার সাথে বিয়ে দিতে সম্মত হবেনা।তারপরেও তাদের ঈমানী জোশে তারা এটাকে মুখে মুখে পজেটিভ বলে দাবী করে নানারকম যুক্তি টানতে থাকে ।
অনেকেই আবার নাস্তিকদের দেখানো হাদীসগুলিকে জাল হাদীস বলতেও কার্পন্য করেনা ।
তো আজকের এই লেখায় বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে দেখাবো যে, মুহাম্মদের সাথে আয়েশার সাথে বিয়ের সময় আয়েশার বয়স কত ছিল?

Image result for বাল্য বিবাহের ছবি

১.  সহিহ মুসলিম , বই -৮, হাদিস - ৩৩১০
আয়শা বর্ণিত: আল্লাহর নবী ( সা ) যখন আমাকে বিয়ে করেন , তখন আমার বয়স ছিল মাত্র ৬ বছর আর তার সাথে আমার বাসর ঘর শুরু হয় যখন আমার বয়স মাত্র ৯ বছর।
সহিহ বুখারি , ভলিউম- ৭, বই -৬২, হাদিস - ৬৪

২. আয়শা বর্ণিত: আল্লাহর নবী ( সা ) যখন আমাকে বিয়ে করেন , তখন আমার বয়স ছিল মাত্র ৬ বছর আর তার সাথে আমার বাসর ঘর শুরু হয় যখন আমার বয়স মাত্র ৯ বছর।
সহিহ বুখারি , ভলিউম - ৭, বই - ৬২, হাদিস- ৬৫

৩. আয়শা বর্নিত: আল্লাহর নবী ( সা ) যখন আমাকে বিয়ে করেন , তখন আমার বয়স ছিল মাত্র ৬ বছর আর তার সাথে আমার বাসর ঘর শুরু হয় যখন আমার বয়স মাত্র ৯ বছর। আমি নবীর সাথে নয় বছর সংসার করি।
সহিহ বুখারি , ভলিউম - ৭, বই - ৬২, হাদিস- ৮৮

৪. উরসা বর্নিত: আল্লাহর নবী ( সা ) যখন আমাকে বিয়ে করেন , তখন আমার বয়স ছিল মাত্র ৬ বছর আর তার সাথে আমার বাসর ঘর শুরু হয় যখন আমার বয়স মাত্র ৯ বছর। আমি নবীর সাথে নয় বছর সংসার করি।
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২৩৬

৫. উবায়েদ ইব্ন ইসমাইল(র) .... হিশাম এর পিতা থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মদীনার দিকে বেরিয়ে আসার তিন বছর আগে খাদীজা(রা)-এর ওফাত হয়। তারপর দু’বছর অথবা এর কাছাকাছি সময় করে তিনি আয়শা(রা)-কে বিবাহ করেন। যখন তিনি ছিলেন ছয় বছরের বালিকা, তারপর নয় বছর বয়সে বাসর উদ্যাপন করেন।
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২৩৪

৬. ফারওয়া ইব্ন আবূ মাগরা(র) .... আয়শা(রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)যখন আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল ছয় বছর। তারপর আমরা মদীনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম। এতে আমার চুল পড়ে গেল। (সুস্থ হওয়ার) পরে যখন আমার মাথার চুল জমে উঠল। সে সময় আমি একদিন আমার বান্ধবীদের সাথে দলনায় খেলা করছিলাম। তখন আমার মাতা উম্মে রূমান আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তাঁর কাছে এলাম। আমি বুঝতে পারিনি তার উদ্দেশ্য কি? তিনি আমার হাত ধরে ঘরের দরজায় এসে আমাকে দাড় করালেন। আর আমি হাফাচ্ছিলাম। অবশেষে আমার শ্বাস-প্রশ্বাস কিছুটা স্থির হল। এরপর তিনি কিছু পানি নিলেন এবং এর দ্বারা আমার মুখমণ্ডল ও মাথা মসেহ করে দিলেন। তারপর আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। তাঁরা বললেন, (তোমার আগমন) কল্যাণময়, বরকতময় এবং সৌভাগ্যময় হউক। আমাকে তাদের কাছে সোপর্দ করে দিলেন। তাঁরা আমার অবস্থান ঠিকঠাক করে দিলেন, তখন ছিল পূর্বাহ্ণ। হঠাৎ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আগমন আমাকে সচকিত করে তুলল। তাঁরা আমাকে তাঁর কাছে সোপর্দ করে দিলেন। সে সময় আমি নয় বছরের বালিকা। সুনান আবু দাউদ :: আদব ও শিষ্টাচার অধ্যায় ৪৩, হাদিস ৪৯৩৬

৭. মূসা ইবন ইসমাঈল (র).... আইশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমরা যখন মদীনায় আসি, তখন আমার কাছে কয়েকজন মহিলা আসে, আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম । এ সময় আমার মাথার চুল ছোট ছিল । তারা আমাকে নিয়ে গিয়ে সুন্দররুপে সুসজ্জিত করে রাসূলুল্লাহ (সা)-এর কাছে নিয়ে আসে । এ সময় তিনি আমার সাথে সহবাস করেন, আর তখন আমার বয়স ছিল নয় বছর ।
সুনান আবু দাউদ :: বিবাহ অধ্যায় ১২, হাদিস ২১২১

৮. সুলায়মান ইবন হারব --আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, ( আমার পিতা) আমাকে রাসূলুল্লাহ্ (সাঃ) - এর সাথে যখন বিবাহ দেন, তখন আমি মাত্র সাত বছর বয়সের কন্যা ছিলাম। রাবী সুলায়মান বলেন, অথবা ছয় বছর বয়সের কন্যা ছিলাম। আর তিনি আমার সাথে সহবাস করেন, আমার নয় বছর বয়সের সময়ে।


No comments

Powered by Blogger.