Header Ads

Header ADS

পৃথিবীর সব ধর্মই যে মিথ্যা এটা কি কেবল নাস্তিকেরা ই বুঝে ,আর কেউ বুঝেনা?

পৃথিবীর সব ধর্ম ই মিথ্যা, এটা কি শুধু নাস্তিক মুক্তমনারা ই বুঝে? পৃথিবীর আর কোন মানুষ বা কোন ধর্মালম্বী বুঝেনা?

Image result for প্রশ্নবোধক চিহ্ন ছবি



তাহলে কি তারা সবাই ভুল, এবং ভুলের মধ্যে আছে?

শুধুমাত্র নাস্তিক মুক্তমনারা  ই সঠিক এবং সত্য?
তাহলে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়াররা কেন ধর্মের বিরুদ্ধে কথা বলেনা? 

অনলাইনে লিখতে গিয়ে প্রায়ই রোজই এরকম শিশুসুলভ কথাবার্তা বা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে ।
হয়তোবা আমার মত আরো অনেক নাস্তিক মুক্তমনাকেও হতে হয়েছে ।জানিনা তারা কে কিভাবে এটাকে হ্যান্ডেল করেছে বা কে কি উত্তর দিয়ে তাদেরকে কনভিন্স করেছে ।
যাহোক,আমি আমার চিন্তাভাবনা থেকে তাদের সেই শিশুসুলভ কথাবার্তা বা প্রশ্নের উত্তরটি দিয়ে যাচ্ছিঃ

উত্তরঃ ধর্ম এবং রাজনীতি সম্পূর্ন আলাদা দুটি দর্শন ।এবং  এই দুটি দর্শনেরই গভীরতা ব্যাপক।পৃথিবিতে এরকম হাজার হাজার মানুষকে পাওয়া যায়  যারা অনেক বড়ব্ড় জ্ঞানী গুনি ,ডাক্তার ,ইঞ্জিনিয়ার,বৌদ্ধ কবিরাজ,কবি সাহিত্যিক,লেখক,বিজ্ঞানী ও রাজনিতিবিদ ছিলেন এবং আছেন যারা ধর্মীয় মতবাদের বিপক্ষে কখনো কথা বলেননি।যেগুলির বা যাঁদের  দিকে ইঙ্গিত করে আপ্নারা (আস্তিকেরা) রেফার করেন যে,এসব ব্যক্তিরাও ধর্ম পালন করেছে ,ধর্মের বিরোধীতা করেনি।ধর্মকে সম্মান করেছে।তাহলে কি তারা আপনাদের তুলনায়  বা নাস্তিকদের চেয়ে কম জ্ঞানী ছিল ? 
এরকম প্রশ্ন  আপ্নারা করে  থাকেন।  কিন্তু এটাও আবার দেখাযায় যে, বাস্তব জীবনে তারা খুব একটা নিজেকে ধর্মের মোড়কে মোড়কজাতও করেননি।শুধুমাত্র পারিবারিক সূত্রে এবং নামমাত্র ধর্মের মধ্যে আবদ্ধ ছিলেন।
এর পিছনে কারন দুইটাঃ 
১. যারযার পেশাগত ও নিজস্ব ধ্যান ধারনা নিয়ে ব্যস্ত থাকার কারনে ধর্ম নিয়ে চিন্তাভাবনা কিংবা পড়াশোনা না করা ।আর এটা নিশ্চয় জানেন যে,অন্তত ধর্ম সম্পর্কে না জেনে কোন মন্তব্য করলে আবেগী লোকজন তাকে বরদাস্ত করবেনা ।বরং ধর্ম সম্পর্কে না জেনে ভূল্ মন্তব্য করার কারনে লোকজনের চাপের মুখে তার লক্ষ্য এবং ক্যারিয়ার দুটোই ধ্বংসের  মুখে পড়বে।অর্থাৎ যে যেই বিষয়কে জীবনের লক্ষ্যবস্তু করেছে সে সেটা নিয়েই গবেষনা এবং কাজ করে জীবনের সময় শেষ করে দিয়েছে।ধর্ম নিয়ে পড়ালেখা ,অনুসন্ধান ,ও গবেষনা করেনি ,আর তাই সেসব নিয়ে মন্তব্যও করেনি  ।
 আর ২ নাম্বার কারন টা হলোঃ ধর্মের অসারতা বুঝতে পেরেও অনেক রাজনীতি বিদ ,বিজ্ঞানী বা বড়বড় ব্যক্তিত্বের ব্যক্তিগন সেগুলি নিয়ে প্রকাশ্যে কোন বিরোধ কিংবা মতবাদ দেয়না ধর্মের বিপক্ষে ,যাতে তাদের জনপ্রিয়তায় ধ্বস না নামে ।তাদের জিবনে বাধা বিপত্তি, এমনকি প্রান নাশের হুমকি না আসে।
কেননা অনেক বিজ্ঞানী,সাহিত্যিককেই এসব ধর্মের বিরুদ্ধে কথা বলে জেল জুলুম, ফাসি সহ দেশত্যাগ করতে বাধ্য হয়েছে বা করা হয়েছে।
কোন রাজিনীতিবিদ ততক্ষন পর্যন্ত ধর্মের বিরুদ্ধে কোন প্রশ্ন তুলেনা যতক্ষন এটা নিয়ে সারা দেশ ব্যাপী কোন আলোড়নের জন্ম দেয়।
কোণ বিশৃঙ্খলা বা হানাহানি কিংবা মহামারির সৃষ্টি না হয় ।
কেননা কারো ব্যক্তিগত মতামত কিংবা চিন্তাভাবনা সবাইকে জোর করিয়ে মানতে বাধ্য করার অধিকার কারো নেই ।
এই দুটি কারনের সাথে আরো একটি সংযুক্ত কারন আছে ।
যেটা বিশেষ একটা ধর্ম ( রাজনৈতিক দল) ইসলামে রয়েছে ।
আর সেটা হচ্ছে ইসলাম ছেড়ে বেরিয়ে যাওয়ার কোন সুযোগ নেই ।
এখানে ঢোকা যাবে ,কিন্তু এখান থেকে বেরোনো যাবেনা ।
কেননা এখান থেকে বেরোতে গেলে আপনাকে কল্লা হারাতে হবে ।
আর তাই  আমাদের মত সাধারন আমজনতা মার্কা অনেক লোকেই ইসলাম নামম রাজনৈতিক দলের ভেতরে থাকা নানা অসারতা এবং ভিত্তিহীন মতবাদ ,এবং মিথ্যা বিষয়কে সত্যভেবে  লালন পালনের বিষয়টা বুঝতে পারলেও সেটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারেনা কল্লা হারানোর ভয়ে ।
তাই তারা ভেতরে হাজারো নানান প্রশ্ন আর অসঙ্গতির জাল নিয়েই উপরে উপরে লোক দেখানো ধর্ম পালন করে থাকে ।

No comments

Powered by Blogger.