Header Ads

Header ADS

ইসলামে নারীর সম্মান কেমন? ইসলাম নারীকে কিভাবে কতটুকু সম্মান দিয়েছে ?

ইসলামে নারীর সম্মান কেমন?
ইসলাম নারীকে কিভাবে কতটুকু সম্মান দিয়েছে ?

Image result for ইস্লামে নারীর সম্মান

#ইসলাম_দিয়েছেন_নারী_কে_সর্বোচ্চ_সম্মান?
এই হলো তার প্রমাণ।
 ১) নারীর অস্থান পুরুষের নিচে।"পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ।( কুরান ৪ঃ৩৪)""নারীরদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। (কুরান ২ঃ২২৮)"

২) তাদের মর্যাদা পুরুষের অর্ধেক।"দুজন সাক্ষী কর, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন মহিলা।(কুরান ২ঃ২৮২)"

৩) নারীরা কুকুর এবং গাধার সমতুল্য। আয়শা এ ব্যাপারে মুহাম্মাদের কাছে প্রশ্ন তোলে।( বুখারি ১ঃ৯ঃ৪৯০ -৪৯৩)

৪) তাদের বন্ধক রাখা যায়। (বুখারি ৫ঃ৫৯ঃ৩৬৯)"এই হাদিসে কাব্ বিন আশরাফ নারীদের বন্ধক রাখতে বলছিল কিন্তু কাব্ হ্যান্ডসাম
বলে তারা রাখতে রাজী হয় নাই। মূলত কাব্ বিন আশারাফ ছিল একজন কবি, লেখক। মুহাম্মাদের বিরুদ্ধে লেখার কারণে তাকে খুন হতে হয়।"

৫) রজঃচক্র চলাকালীন তারা অপবিত্র। "আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। (কুরান ২ঃ২২২)"

৬) তারা নেতৃত্ব দানের অযোগ্য (বুখারি ৯ঃ৮৮ঃ২১৯)

৭) বেশীরভাগ নারী অকৃতজ্ঞ এবং বুদ্ধিহীন (বুখারি ২ঃ২৪ঃ৫৪১)

৮) হাঁড়ের মতো বক্রতাযুক্ত (বুখারী ৭ঃ৬২ঃ১১৩)

৯) তারা পুরুষের চাষযোগ্য ক্ষেত্র। "তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। (কুরান ২ঃ২২৩)"

১০) তারা শয়তানের রূপ ধরে আসে (মুসলিম ৮ঃ৩২৪০)

১১) তাদের মাঝে নিহিত আছে যাবতীয় খারাপ লক্ষণ। (বুখারি ৪ঃ৫২ঃ১১০-১১৩)

১২) তারা বিশ্বাসঘাতক। (বুখারি ৪ঃ৫৫ঃ৫৪৭)

১৩) পুরুষের জন্য ক্ষতিকারক (বুখারি ৭ঃ৬২২ঃ৩৩) "নবী বলেছে, আমার পরে পুরুষের জন্য সবচেয়ে খারাপ যা রেখে যাচ্ছি তা হল মহিলা।"

১৪) প্রার্থনা ভঙ্গ হওয়ার কারন। (বুখারি ১ঃ৯ঃ৪৯০,৪৯৩)

১৫) স্বামীর যৌনাকাঙ্ক্ষা পূরন করতে তারা বাধ্য। "আবু হুমায়রা বর্ণিত, মুহাম্মাদ বলেছে - যদি কোন স্বামী তার বউ এর সাথে চোদাচুদি করতে চায় এবং তার বউ তাতে সাড়া না দেয় তাহলে ফেরেশতারা সেই বউ এর উপড়ে সারারাত অভিশাপ দেবে। (বুখারি ৭ঃ৬২ঃ১২১)"
"আলী বর্ণিত, মুহাম্মাদ বলেছে যদি কোন লোকের চোদাচুদির খায়েস উঠে তাহলে তার বউ এর তাকে স্যাটিস্ফাই করতে হবে, এমনকি চুলায় রান্না বসানো থাকলেও। (মিশকাত আল মাসাবি,স্বামী স্ত্রীর কর্তব্য, হাদিস নং ৬১)

১৬) পুরুষ কর্তৃক ধর্ষনের অনুমোদন। ( পরে লিঙ্ক দিচ্ছি)

১৭) পুরুষ পারবে চারজন নারীকে বিয়ে করতে। (কুরান ৪ঃ৩)

১৮) স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার রয়েছে পুরুষের। যার কারনে কোন জবাব চাওয়া হবে না।( আবু দাউদ ১১ঃ২১৪২) "যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। (কুরান ৪ঃ৩৪)"
১৯। তাদের একমাত্র কাজ পুরুষকে সন্তুষ্ট করা। স্বামী হুকুম করলে যে স্ত্রী মান্য করে, স্বামী যে স্ত্রীর দিকে তাকিয়ে সুখ পায়,
কথা দিলে কথা রাখে এবং স্বামীর অবর্তমানে অন্য কারো সাথে টাংকি বা ফষ্টিনষ্টি করে না - সেই ভালো বউ। ( মিস্কাত আল মাসাবিহঃ সন্তানের প্রতি কর্তব্য- হাদিস নং ৪৩)

২০।। সর্বদা নিজেকে আবদ্ধ রাখকে হবে পর্দায়। আয়শা বর্ণিত, মেয়েদের ঢেকে রাখা উচিত তাদের ঘাড়ের উপর থেকে এবং তাদের দুদু। (সহীহ বুখারি ৬ঃ৬০ঃ২৮২)

২১। মৃত্যুর পর তাদের অধিকাংশের জন্য রয়েছে দোজখের আগুন। উসামা বর্ণিত, মুহাম্মাদ বলেছেন- আমি জাহান্নামের আগুনের দরজায় দাঁড়িয়ে দেখলাম বেশীরভাগ সেখানে মহিলা। (সহীহ বুখারি ৭ঃ৬২ঃ১২৪)
ইসলামে নারীর মর্যাদা ঃ 

১ নারীর অবস্থান পুরুষের নিচে (Quran 4:34, 2:228) 
২ তাদের মর্যাদা পুরুষের অর্ধেক (Quran 2:282, 4:11 Sahih Bukhari 3:48:826, 1:142) 
৩ তারা পুরুষের অধিকৃত সম্পত্তি (Sahih Bukhari 5:59:524) 
৪ তারা কুকুরের সমতুল্য (Sahih Bukhari 1:9:490, 1:9:493, 1:9:486 Sahih Muslim 4:1032, 4:1034, 4:1038-39 Abu Dawud 2:704) 
৫ ভালোবাসার অযোগ্য (Sahih Bukhari 7:62:17 Abu Dawud 41:5119) 
৬ তাদের বন্ধক রাখা যায় (Sahih Bukhari 5:59:369) 
৭ রজ্বচক্র চলাকালীন তারা অপবিত্র (Quran 2:222 Al-Tabari Vol.1 p.280) হজ্ব করার অযোগ্য (Sahih Bukhari 1:6:302) 
৮ তারা নিকৃষ্ট (Sahih Bukhari 9:88:219) বুদ্ধিহীন (Sahih Bukhari 2:24:541) অকৃতজ্ঞ (Sahih Bukhari 1:2:28) খেলার পুতুল (Al-Musanaf Vol.1 Part 2 p.263) হাড়ের মত বক্রতা যুক্ত (Sahih Muslim 8:3466-68 Sahih Bukhari 7:62:113, 7:62:114, 4:55:548) 
৯ তারা পুরুষের চাষযোগ্য ক্ষেত্র (Quran 2:223 Abu Dawud 11:2138) 
১০ তারা শয়তানের রূপ (Sahih Muslim 8:3240) 
১১ তাদের মাঝে নিহিত আছে যাবতীয় খারাপ (Sahih Bukhari 4:52:110, 4:52:111) 
১২ তারা বিশ্বাস ঘাতক (Sahih Bukhari 4:55:547) 
১৩ পুরুষের জন্যে ক্ষতিকারক (Sahih Bukhari 7:62:33) 
১৪ নেত্রিত্ব দেওয়ার অযোগ্য (Sahih Bukhari 9:88:219) 
১৫ প্রার্থনা ভঙ্গ হওয়ার কারন (Sahih Bukhari 1:9:490, 1:9:493) 
১৬ স্বামীর যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে তারা বাধ্য (Sahih Muslim 8:3368) 
১৭ পুরুষ কত্রিক ধর্ষনের অনুমোদন (Quran 70:29-30 Abu Dawud 11:2153, 31:4006 Sahih Bukhari 5:59:459 Sahih Bukhari 8:77:600, 8:3432, 8:3371) 
১৮ পুরুষ পারবে চারজন নারীকে বিয়ে করতে (Quran 4:3) 
১৯ তালাকের অধিকার রয়েছে শুধু পুরুষেরই (Sahih Bukhari 8:4871-82 Mishkat al-Masabih, Book 1, duties of parents, Hadith No. 15) 
২০ স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার রয়েছে পুরুষের (Quran 4:34 Sahih Muslim 4:2127) যার কারনে কোন জবাব চাওয়া হবে না (Abu Dawud 11:2142) Abu , পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। , Abu Dawud 11, 2142: Mohammed said: A man will not be asked as to why he beat his wife. 
This hadith equates camels, slaves and women. 
Abu Dawud 11, 2155: Mohammed said: If one of you marries a woman or buys a slave, he should say: “O Allah, I ask You for the good in her, and in the disposition You have given her; I take refuge in You from the evil in her, and in the disposition You have given her.” When he buys a camel, he should take hold of the top of its hump and say the same kind of thing. 
More advice about slaves and women: 
Bukhari 7,62,132: The Prophet said, “None of you should flog his wife as he flogs a slave and then have sexual intercourse with her in the last part of the day.”
২১ বেহেস্তে পুরুষের জন্যে রয়েছে বহু (Virgin) রমনী সম্ভগের ব্যাবস্থা (Quran 33:48, 44:51-54, 55:56-58, 78:31-35 Ibn Kathir Tafsir of 55:72 Sahih Muslim 40:6795, 40:6796 Sahih Bukhari 4:54:476 Al-Tirmidhi, Sunan. Vol. IV Chap. 21 Hadith: 2687 Sunan Ibn Maja, Zuhd-Book of Abstinence 39) 
২২ শুধুমাত্র নীরবতাই তাদের বিয়ের সম্মতি (Sahih Bukhari 9:86:100, 9:86:101, 9:85:79) 
২৩ স্বামীর অনুমতি ব্যাতিত অন্য পুরুষের কাছাকাছি হওয়া নিষিদ্ধ (Sahih Bukhari 4:52:250) 

আমি আরবিতে কোরান পড়তে পারিনা ।যা একটু আধটু পড়ি তা বাংলায় ।আমি পড়ি আপনারা শুনুন - 
'হে নবী ! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগনকে যাদের তুমি দেনমোহর দান করেছ ,এবং বৈধ করেছি -তোমার অধিকারভুক্ত দাসীগণকে ,যাদের আমি দান করেছি ,এবং বিবাহের জন্য বৈধ করেছি ,তোমার চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন ও খালাতো বোন যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করেছে ,এবং কোন বিশ্বাসী নারী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিয়ে করতে চাইলে -সেও বৈধ ,ও বিশেষ করে তোমার জন্য ,অন্য বিশ্বাসীদের জন্য নয় ,যাতে তোমার কোন অসুবিধা না হয় ।বিশ্বাসীগনের স্ত্রী এবং তাদের দাসীগণ সম্বন্ধে যা নির্ধারিত করেছি তা আমি জানি ।আল্লাহ ক্ষমাশীল ,দয়াময় ।৫১.তুমি ওদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবংযাকে ইচ্ছা গ্রহণ করতে পারো ,এবং তুমি যাকে দূরে রেখেছো তাকে কামনা করলে তোমার কোন অপরাধ নেই ।এই বিধান এ জন্য যে ,এতে ওদের তুষ্টি সহজতর হবে এবং ওরা দুঃখ পাবেনা ,এবং ওদের তুমি যা দিবে ,তাতে ওরা প্রত্যেকেই খুশি থাকবে ।তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন ।আল্লাহ সর্বজ্ঞ সহনশীল ।৫২. এরপর তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে মোহিত করে ,তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয় ।আল্লাহ সব কিছুর উপর তীক্ষ্ন দৃষ্টি রাখেন ।' 
সূরা আহযাব রুকু ৬ . 
আজ লক্ষ লক্ষ মুছলমান পৃথিবীর কোন না কোন প্রান্তে কোরানের এই পড়ছে বা পড়বে অথবা আবৃতি করবে ।কেউ বুঝে কেহবা না বুঝে । সবচে স্বস্তিতে আছে যিনি না বুঝে পড়ছেন । কোরান চুমু দিয়ে তাকে  বুকে রেখেছেন ।  

ইছলামের নবী নিজেই বলেছিল, 'আমি বিজয়ী হয়েছি সন্ত্রাসের মাধ্যমে' (বুখারী ৪.৫২.২২০), সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া তাঁর প্রতিটি সহচরের যুদ্ধে অংশগ্রহণ ছিল বাধ্যতামূলক। মুহাম্মদ তাঁর ১০ বছরের মদিনা জীবনে (৬২২-৬৩২) ৬০ টিরও বেশী, মতান্তরে ১০০ টি, যুদ্ধ।
এখানে কোরআনের শীর্ষ দশটি নিয়মানুযায়ী নারীদের উপর অত্যাচার ও অপমান করা হয়েছে।

10. একটি স্বামী একটি ক্ষেত্রের মধ্যে যায় হিসাবে একটি স্বামী, তার স্ত্রী সঙ্গে যৌন আছে।

কোরআন সূরা (অধ্যায়) ২: ২২3 বলেছেন:

আপনার মহিলাদের আপনার ক্ষেত্র হয়, তাই আপনার ক্ষেত্র যাই হোক না কেন আপনি চান। । । । (এম এ আবদেল হালীম, কুরআন, অক্সফোর্ড ইউপি, ২004)
এই হলো ইসলামে নারী কে দেওয়া সর্বোচ্চ সম্মান।


No comments

Powered by Blogger.